পঁচাত্তরে শেষ লগ্নে হয়েছে বাংলা বিত্ত
লাল কালো ফ্রেম,দীপ্ত ভাষা , মাতিয়ে তোলে চিত্ত


প্রথমা তে অনেক আশা,অনেক ভাষার রূপ
মনের কথা মুখেতে আনেন, হোক সে বিদ্রুপ


শেষ চিঠি থেকে কম্বিনেসিয়া , ট্রেন হারানোর গন্ধ
কর্কট আর বর্ষামঙ্গল, কিছু কবিতার ছন্দ


William হয়ত সাথে ছিল,তিনি বাঙ্গালির সাথে
রোজ একটা লেখা চাইই ,লেখা চাই শেষ পাতে


আমি জানিনা থেমে গেছে কিনা অকালবৈশাখী
বান্ধবী গাছ মুড়িয়ে গেল কি? খোঁজ কে রাখি?


অন্ধকারের লেখা গুচ্ছ মনেতে আলো আনে
হে শ্রীজাত, তুমি রয়েছ সব বাঙালির প্রানে