কেমন আছো কলকাতা?
নোট বদলির লাইন তোমার বুকে ক্লান্তি আনে নি তো?
কিংবা ৬ বছর আগের হাওয়া বদল টা
তোমার অ্যালভিওলাই গুলো তে কার্বনের পরত ফেলে নি তো ?
রিক্সাওয়ালা আজো গান গেয়ে ঘুম ভাঙ্গায় কি?
নাকি যান্ত্রিকতার অ্যালার্মই চোখ ঘষায় ?
শহীদ মিনারের সামনের ছেলে গুলো সারা সকাল খেলে
এখনো মুখ দেয় ডাবের জলে?
নাকি Pepsico ডাব কে ফিরিয়ে দিয়েছে তার উৎসেই ?
রোববার দুপুরে রোদে বসে কবজি ডুবিয়ে পাঁঠার মাংস?
না শীততাপ নিয়ন্ত্রণে চুরি-চামচ এ বিরিয়ানির আলতো স্বাদ?
বালিগঞ্জ ট্রামের ব্রিটিশ দাদু টা ট্রামের সাথে সাথে কোথায় যে নিরুদ্দেশ বলতে পারো ?
বিশ্বকর্মা পুজোয় ঘরের ছাদে ঘুড়ির প্রতিযোগিতা আজও হয়?
জ্যান্ত সরস্বতীর প্রেমে আজও কি কেউ পড়ে?
আকাশবাণী শোনে কেউ ? না সব IT’S HOT বাজাতে রহঃ ?
রসগোল্লা তো মুখ লুকিয়েছে পেস্ট্রির আড়ালে , তাই তো?
কফিহাউস আর চায়ের দোকানের থেকে বাঙালির পছন্দ “ক্যাফে”?
উত্তম সুচিত্রার পথ কি সত্যি ফুরিয়ে গেল?
হারিয়ে যাওয়া রবি বিবেক কি সন্ধ্যায় ছেলে দের
গলা ছেড়ে গানের রেওয়াজ শুনতে সত্যি চান না?
তুমি মায়াবি সত্যি ,মায়ায় পালটেছ নিজেকে
ভালো হল কি এত টা পালটানো ? উত্তর দেবে কে?