মনে হচ্ছে এইমাত্র টেবিল ছেড়ে
উঠে গেছ কেউ ডাকছে বলে।
অসমাপ্ত লেখাগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে।
সামনে রাখা অসমাপ্ত চায়ের কাপ।
যেন এক্ষুনি তুমি আবার এসে বসবে।
দক্ষিনের খোলা জানলা দিয়ে আলো এসে পড়ছে
তোমার লেখা গুলোর ওপর।
যেন পার্থিব কোন স্বীকৃতি তোমায়
পুরস্কৃত করছে অক্লেশে গোপনে।
অথচ যা হওয়া উচিত ছিল সর্বসমক্ষে।
হালকা হাওয়ায় উড়ছে লেখাপাতা গুলো।
আমি দেখছি, তুমি ফিরে আসছ আবার
তোমার চেয়ারে।
আমি দেখছি একাকী তোমায়,
তোমার একাকিত্ব মোড়া বিষন্নতাকে।
তোমার নিজের কাছে নিজেকে
লুকিয়ে নেবার ছদ্মব্যস্ততাকে।
শুধু আমি অনুভব করছি তোমার
একলা মনের গোপন কস্ট টুকু।
হেমন্ত রাত, ও তোমার একলা থাকাটুকু
এক হ’য়ে মিশে যাচ্ছে
তারার আলোয়।।