শ্রী সেনগুপ্ত

আগের মতন কিছুই নেই রে আর সব এখন পচে যাওয়া ইতিহাস।
বোকার হদ্দ তুই শুধু থেকে গেলি, তাই মাঝে মাঝেই বলিস
ভালবাস, ভালবাস।


গড়িয়ে যাওয়া খর রোদের দুপুর, এখন আর তেমন নেই রে বোকা।
বিকেল এসেছে একলা জানলায়, গ্রীলে লালচে রোদের আভাস।
তবু মাঝে মাঝেই বলিস ভালবাস ভালবাস।


ভালবাসার এক্সপায়ারি ডেট নেই, কথাদের হয়ত বা আছে,
অনুভুতিরাও সমান সমান তালে, শরীর কিম্বা আগুন পেলে বাঁচে।
পড়ে আছে দেখ ব্যাক মেসেজে গিয়ে প্রতিশ্রুতির পচা গলা লাশ।
বোকার হদ্দ তুই, তাই মাঝে মাঝেই বলিস
ভালবাস ভালবাস।


শিউলি ফুটেছে দোতলায় ছাদের  টবে, শরত আসতে এখনো অনেক দেরি।
বরসা এসেছে সবে, অনুভবে এখনি খুব খরা, যেন ধরি মাছ না ছুঁই পানির ধারা।
তবু বানাই নৌকা কাগজ কে বলি ভাস।
বোকার হদ্দ তুই, তবু বলিস
ভালবাস ভালবাস।


আছে ভালবাসা বুক ভরা ঠাসা
কি চাস বল? তবু প্রত্যাশা?
না না তেমন কিছুই চাওয়ার নেই আশ।
বোকার হদ্দ তুই, তাই মাঝে মাঝেই বলিস
ভালবাস ভালবাস।।