সেই কবে কথা হয়েছিল,
পরের বার দেখা হবে চন্দনের বনে।
তোমার মনে আছে অনির্বাণ?
তারপর কেটে গেছে বারোটা মাস।
নির্জন সমুদ্রে একাই ডুব দিয়ে
পড়ে ফেলেছি বহু গল্প উপন্যাস।
ছুঁয়ে দিয়েছো তুমি তারি মাঝে
আমার কিছু অনাবশ্যক প্রয়োজনীয়তা।
গুছিয়ে রেখেছি সে স্পর্শ, সে ছলাতছল্,
সে পুরোন খাতা।
নাম বদলে দিয়েছি ভালোবাসার।
এখন শুধু সৌজন্য সাক্ষাত।
কিঞ্চিৎ দূরত্বে ছুঁয়ে যাবে পরিচিত হাত।
রাতের ট্রেনে টিকিট কাটা আছে
এত কম্পলিকেশন রেখো না মনে মনে
প্লিস কাল এসো, দেখা হবে চন্দনের বনে।।