----১----
মুক্ত পাখির ডানায় দেখ রামধনু রঙ স্বপ্ন আঁকা...
মন খারাপের মেঘ সরিয়ে ইতি উতি যায় যে দেখা।।  


----২----
অষ্টপ্রহর ঝগড়া বাধাও কেমন তোমার ভালবাসা?
অগাধ জলে সাঁতার কেটে গড়ছি বুকে বাবুই বাসা।।


----৩----
মেঘের কোলে একা একা...  
ভাবনা পাখি মেলে পাখা


----৪----
প্রতি জন্মে'র কথা আমি জানি না  নীল পাখি।  
বলে দে না, এ জন্মে আমি কোথায় তোরে রাখি


----৫----
তারকাঁটা বেয়ে দিন চলে যায় আনমনে।
(আমি শুধু) পথ চেয়ে রই পথিক তোমার সন্ধানে।।


----৬----
কিছু কথা বুক থেকে চলে আসে মুখে....
কিছু কথা ছবি আঁকে আকাশের বুকে।