----(১)----
থাক না জমা কিছুকিছু কথা..
তোমার আমার খুচরো কিছু ব্যথা..
যাক না ঝরে অবুঝ কিছু ফুল....
ভালবাসার সব টাই যে (নরম একটা) ভুল।।


----(২)----
কত টা উদাসী হতে পার তুমি বৈরি বাতাস।
ততো শতাব্দী ভালবাসা বুকে জীর্ণ সে ঘাস।
কাক জোছনায় যতখানি ভেজে তোমার ছায়া।
পাখির পালকে গুপ্ত রেখেছি শরীরী মায়া।।


----(৩)----
না চেয়েও পাওয়া হয়ে যায় অনেক খানি গল্প...
ভালবাসা যতই না দাও থাকেই.. অল্পস্বল্প


----(৪)----
এখন আমার একলা খুব ভয় করে....
শুকনো পাতা উঠোন ভরে যায় উড়ে...
বিশ্বাস কর...  
এখন আমার একলা একলা ভয় করে।  


----(৫)----
নাহ! আর কোন প্রশ্ন নেই তোমার কাছে.....
জীবন যাক না পুড়ে অভ্যেসের আঁচে।
দু ঠোঁটে জমেনা কোনো কথাদের ভিড়।
আয়নায় খেলা করে প্রেমের শরীর।।
কথা দের ছুটি, আজ আর আসবে না
কাটা ঘুড়ি নীলাকাশে আর ভাসবে না।।


----(৬)----
আলতো পায়ে সন্ধ্যে ছুঁয়ে যাচ্ছে গাছের পাতা
ছাদের কারনিশ আর আমার মন।
তবু কেন এ মুহূর্তে ফিরে পেতে চাইছি
বহু দূরের কোনো সবুজ গন্ধি বন?


----(৭)----
তখন বৃষ্টি নেমেছিল দখিনের খোলা বারান্দা জুড়ে।
একা প্রেম ভিজেছিল শীতল শূন্যতায় অনন্ত অবসরে।।


----(৮)----
মেঘ ছুঁয়ে দিলে আমি ও ভিজে যাব
বৃষ্টি নাই বা আসুক।
নিরহংকারের অলংকারে
তমাল ছায়ে এসো
তিস্তা নাই বা ভাসুক।।