কিছুতেই তুমি আর নমনীয় হতে পারনা
জলভরা মেঘের মত,
কচি ঘাসের মত,
লেপ্টে লাগা ভিজে চোখের কাজলের মত।


শত আবদার সয়েও তো
সবুজ হয়েই থাকতে বারোমাস।
সদ্য জল পাওয়া লাউ ডগা হয়ে
জড়িয়ে পেঁচিয়ে ধরতে আমার
ঘাম জবজবে দুপুর ঘষা কোমর।
উহহ আমার সে কি অবস্থা,
কি হাঁসফাঁস।


আমার বেমক্কা রাগ, বেসামাল জেদ,
সব উড়িয়ে দিতে কাটা ঘুড়ির পায়ে বেঁধে।
উঠোন জুড়ে ম ম গন্ধ ভালবাসার,
প্রিয় ইলিশ দিতাম রেঁধে।
তুমি উড়োন চন্ডী  নও,
আমার মতন একেবারে,
স্থির দিঘীর জলে টুপ টাপ,
কলম চালাও আস্তে ধীরে।
রাত নামলে হাত রেখো
আমার বালুচরি শরীরে।।