আজ  থেকে আবার সেই আমি আর আমার একলা বাড়ি।
এ নামেই আমি ওকে ডাকি, আদর করি।
বাগানের কনক চাঁপা গাছ?
তাকেও আমি ভালবেসে বলি, কেন এলি?  
এখানে তোর কি কাজ, 'হতচ্ছাড়ি'?


আমার একলা বাড়ির ফুলের সাজ চায়না।
তার একটাও নেই খুব নিজস্ব আয়না।


বেতালা দুই চড়াই পাখির বাসা অবিশ্যি আছে
আমার এই একলা বাড়ির কোণে।
সারাদিন মান সুখ কুড়িয়ে জড়ো করে
ওই ছেলে চড়াই টা, বাসার এক কোণে।
আর তার বউ সে সব জমা করে
লক্ষীঝাঁপির এক্টুকরো আসনে।


আমার একলা বাড়ি ভীষণ রকম শূন্য।
আমার একলা বাড়ি অপেক্ষাতেই থাকে।
আমার একলা বাড়ির এক্কা দোক্কা মন
তোমার জন্য গুছিয়ে শরত মাখে।