আজ একবার সাজবে তুমি আমার জন্য?
জংলি-প্রেমিক, আম জনতার দরবারে?
হই চই পড়ে যাক না, দ্বীপ থেকে দ্বীপান্তরে।
ছুটে আসুক মানুষ।
আসুক রাস্তায় ঘর খুঁজে ফেরা ভিখিরি, ভবঘুরে।
নাম উঠুক সংবাদ পত্রের প্রথম পাতায়,
শিরোনামে তোমার, আমার, মুখ,
বার বার আমাদের নিয়ে,
কিছু বলুক স্থানীয় খবরে।


চাও? অমন হতে একবার?
জাস্ট একবার ছেড়ে দিতে পারো,
যাবতীয় বাধা’র হাত?
খোলা রাস্তায়, ফুটপাত  ঘেঁষা দোকানের বারান্দায়,
তুমি, আমি, আর আলো ঝলমলে একটাইই রাত।


চাও? বলো না চাও?
হ’তে ফেরারি মানুষ?
ছায়া ছায়া প্রেতাত্মার ভিড়ে?
ভাবব না একবারো, কাল কি হবে,
কি করে ফিরব  পাড়ায়, হেঁটে যাব,
রোজকার অভ্যাসে, পিঠ কুঁজো করে।
বলো না, চাও তুমি?