তুমি চলে যাওয়ার পর যে একরাশ শূন্যতা
নিঝুম পড়ে থাকে,
আমি বুকে নিই তাকে।
একে একে মালা গাঁথি।
পরে ফেলি গলায়, হাতে, কানে;
ওরাও আমার কথা শোনে।
বহুদূরে ডেকে যায় রাতচরা পাখি,
বুক ভরা শূন্যতা করতলে রাখি।
বিচ্ছেদ হীন ডুবে থাকি ওই ওষ্ঠাধারে,
শতচ্ছিদ্র প্রেম আমার
উন্মাদ আঁধারে