হে পুরুষ
তোমাকে অপ্রেমে রাখতে চেয়েছি আমরণ।
ঈশ্বর  চিন্তায় বিলিয়ে দিয়েছি অনায়াস,
এ মনের নিত্য দহন।
আজীবন বিরহবিলাস আমার আত্মার সাজ,
আমার অঙ্গভূষণ।
আমি ?
হ’তে পারি "জীবনানন্দের বনলতা"
কিম্বা "রবি ঠাকুরের ক্যামেলিয়া"
বা ধরো "সুনীলের নীরা"
খুব সাধারণ।।