সেদিন খুব সামান্য একটা ঝগড়ায়,
তুমি দূরে চলে গেলে।
নাকি ইচ্ছে করেই ভালবাসার অবশেষ চাইলে,
জানি না।  
এখন মাঝে মাঝেই ভয়েস মেসেজ পাঠাও,
তাতে কম পড়ে যায় কথায়।
আর কদিন আগেই শুধু কথাই, দিস্তা দিস্তা......
যেন বাঁধ না মানা তিস্তা।

সেদিনও ছিল তোমার প্রচুর ব্যস্ততা।
তার মাঝেই অবাধ্য তোমার ফোন,
খুব চেনা রিং টোন।
আমি অফুরন্ত, অলৌকিক,
অক্লান্ত ভালবাসছি তোমাকে,
ঘরের এ কোণ থেকে সে কোণ।


বৃষ্টি এখন চেনা শূন্যতা আনে।
দ্বিধাহীন হয়ে শরীর ছুঁতে সে জানে।
তুমি এখন অন্য শহরে,
কারো হাতে হাত রাখো।
মৃত স্মৃতির শেষ পাতাটা
বকুল দিয়ে ঢাকো।।