আজ যেন আমার হাত টা ধরোই নি একবারও।
আজ যেন স্পর্শ লাগেনি তোমার বুকে, মুখে, আমার উড়ে যাওয়া চুলের।
আজ যেন লক্ষ কথায়, কথা ছিল না কিছু;
মাঝে মাঝে হোঁচট খেয়ে রাস্তা হারানো শুধু...


আজ যেন তোমার কন্ঠস্বরে সেই আপন লাগা টুকু উধাও;
আজ যেন আমি কোন দূরে'র গ্রহের বাসিন্দা।
আজ যেন তোমার চ'লে যাবার পর তুমি ছুঁয়ে নেই কোথাও।
আজ যেন আকাশের রঙ টাও আলাদা রকম ফ্যাকাসে সাদা।
কোন ভাব প্রকাশের ইচ্ছে ও নেই তার।


অনেক টা তোমারি মত, কি কি সব বুকে চেপে আছে।
আজ যেন তাড়া নেই কোথাও যাবার।
আজ যেন তাল ছাড়া পায়ের নুপুর।


একবারও ডাকনি সেই ডাক নামে,
একবারও বল নি ফিরে এস এই বুকে।
আজ যেন বুঝেও বোঝনি তুমি, আমি কত একা।
আজ যেন .... আজ যেন অন্যঘর, তোমার আমার।।