প্রিয় অমিত


তোমায় ভালবাসতে লাবণ্যকে কোন কিছুর সাহায্য নিতে হয় না ।
তা আপনা হতেই মন আর শরীর বেয়ে আসে।
একটা অসংখ্য ছিদ্রযুক্ত মাটির পাত্রে ঢাকা দেওয়া থাকে মন, সারাক্ষণ ।
বিভিন্ন ঘটনা আর উপসর্গ  জলন্ত শলাকার মত
সেই ছিদ্র দিয়ে ঢুকে  মনটাকে বিদ্ধ করতে থাকে।
না পারে ঢাকনা খুলে বেরতে না পারে সহজে বিদ্ধ হতে দিতে।
দিনের শেষে রক্তাক্ত ক্ষতবিক্ষত  সংজ্ঞাহীন মন পড়ে থাকে ঐ মাটির হাঁড়িতেই ।
ঘুমাবার আগে অব্দি তাতে আরোও কিছু পেরেক ঠুকে দিতে হয়।
যাতে অন্য রকম ভাবনা না ভাবতে পারে সে।
কখনো কখনো একটু ঢাকনা সরিয়ে মুখ বাড়িয়ে
আকাশ দেখতে চায় সেই পোড়া ঝলসানো মন ।
একঝলক তোমার গন্ধ পেলেই ভালবাসার  ক্ষত উপশম করতে
তখন আর তার কিছুই প্রয়োজন লাগে না।
মনের গা বেয়ে গড়িয়ে পড়ে ফোঁটা ফোঁটা প্রেম।  
প্রলেপ পড়ে ক্ষত বিক্ষত হয়ে ওঠা দগদগে ঘা গুলোয় মলম স্বরূপ ।
সহবাস ভিক্ষা চাওয়া অনুঘটক হিসাবে, যদি দাও।
অষ্টপ্রহর কিভাবে যে বাঁচিয়ে রাখি জাগিয়ে রাখি
তোমার হাতে দেওয়ার অপেক্ষায়
সেই কিশলয় কুসুম মনের মনটাকে।
তা তোমার অজানা অমিত।


ইতি তোমার লাবণ্য।


শ্রী