প্রিয় অমিত,


মোক্ষলাভের লোভ আমার নেই
শুধু প্রত্যেক দিন এস তুমি,
দোহাই তোমার এমন কত কাজ তোমার?
বাকি জীবন যা আছে আমার
তাই তো রাজার ধন।
কি ভাবছ অমিত,
এ কেমন আলাদা আমি?


অধিকার চাই আমার তিস্তার বুকে
চাঁদের আলোর মত।
ভরসা রাখ এ ক্লান্তির ওপর


অনেক দিন আমি অসুখের সাথে ঘর করছি
শুধু মাত্র আরোগ্যের আশায়,
কয়েক টা দিন আগেও
তোমার ভাল আর আমার ভাল মিশে ছিল
আলাদা ভাবে আলোছায়ায়।
আজ আমার পথের শুরু তোমাতে আর শেষ ও।


ইতি


তোমার লাবণ্য।