এত গুছিয়ে সব কাজ সেরে ভালবাসতে এস না প্লিজ।
খুব অসহ্য লাগে আমার।
ভালবাসতে গেলে পাগল হতে হয়, দামাল হতে হয়,
উড়ো ঝড় বুকে নিয়ে রাস্তা পার হয়ে যেতে হয় নিমেষে।


দখিনের মৃদু হাওয়ার স্থান সেখানে একেবারে ব্রাত্য।
পুরোনো ছাতা মাথায় দিয়ে পা টিপে টিপে চলার চেয়ে,
বৃষ্টির ছাঁটে ভেজা ন্যাতানো তোমাকেই,
আমার রোমান্টিক লাগে বেশি।


ভাষা হীন ভাসা ভাসা চোখ দিয়ে, অমন তাকিয়ে কি লাভ?
সোজা ঢুকে যাও বুক ফালা ফালা করে।
তারপর সাবলীল হাতে তুলে নাও মণিমুক্তো, চুনি, পান্না।
স্পস্ট ঠোঁটে ঠোঁট ঠেকিয়ে পুঁতে দাও ভালবাসার গাছ।


শেকড় ছড়িয়ে পড়ুক জবর দখল করে, শরীরের আনাচ কানাচে।
অজ্ঞাতবাস  শেষ করে ফেলো এই বৃ্ষ্টির জলে ধুয়ে।
সাজো নিজেকে যাচাই করা ঝকঝকে সাজে।


ছুঁড়ে ফেলো শামুকের খোলস
মানুষ হয়ে এসো,
রক্তগোলাপ হয়ে এসো।


সন্ত্রাস হয়ে এসো হে প্রেম আমার।