তোমার শীৎকারে বেজে উঠুক ইমন।
তোমার দেহ থেকে ঝরে পড়ুক মেঘমল্লার।
তোমার গন্ধে বাজুক বসন্ত বাহার।
তোমার চুলে লেগে থাক মালকোষ।
তোমার টিপে কথা বলুক ভৈরবি
তোমার গলা বেয়ে গড়িয়ে আসবে স্বেদ বিন্দু মধু কোষ।
তোমার খাঁজে ভাঁজে জমে উঠবে হেম বেহাগ, মারু বেহাগ,
একটা একটা মীরের টানে তোমাতে সুখ ভরে দেবো।
প্রতি সম্ভোগ হবে তিনতালের মূর্ছনায়।।