এত ঝলমলে আলোর ভেতর,
তোমাকে কোথায় রাখি বলনা?
নীরবতায় বেশ তো আছ
বুকের ভেতর; সেখানেই থাকো না।
জারুল ফুল পূজোয় লাগেনা,
তবু সেতো ফুল;
তুমিও এমনিই অগাধ সুন্দরী,
বেঁধো না থাক, এলোচুল।
তোমার জন্য একচিলতে,
খাঁটি মাটি আনতে পারিনি,
আনতে পারিনি বিশুদ্ধ হাওয়া।
তাই নীরব হয়ে দেখছি তোমার,
রাণীর মত চলে যাওয়া।