একটা প্রজাপতি চলে যায় —
বিকেলের রোদ লম্বা ছায়া নিয়ে
নির্বংশ ভেবে কাঁধে নিতে চায়
ক্লান্তদেহে দুমুঠো শেষ আদর দিয়ে
খেজুর ঢালের চারহাত এক করে দিতে চায়।


একটা প্রজাপতি চলে যায় —
কথার ঋণ, মায়া, ভালোবাসার ছায়া
হাসির ঝর্ণা, জীবন ভাবনা— আবেগ ;
এতকিছু দিয়ে, তাঁকে নিয়ে যেতে চায়
নিখাঁদ ভালোবাসা দিবে বলে— মৃত্যু।