উড়ো চিঠি উড়ো মন
ছুটে যায় মেঘদল
আসে বর্ষা'র জল
ভিজে মেঘেদের দলে
হাসিমুখের ফোয়ারা!


সুর ছন্দে ঝরে জল
দেহ ভিজে টলমল
আঙুলের স্পর্শে
ভাঙে কোলাহল।


মিশে যাই ফিরে পাই
দেখা অদেখা সেই
হাসিমুখের ফোয়ারায়।


কালোমেঘ ঘন আবেগ
কাঁদে মন ভাসে তরী
ফিরে জীবনের ভরা ডুবি।


ছুঁয়ে দেই কেড়ে নেই
হাওয়াই মিঠাই ; দূ'রে সেই
উড়ে যায় নিভে যায়
হাসিমুখের ফোয়ারা।


কদম গুচ্ছ হবে তুচ্ছ
পঁচে যাবে এ মনো দেহ
জগৎ-বাসি র'বে হাসি
এ বর্ষা'য় ভালোবাসি।