ওঁই যে শতকোটি দূরে,
প্রকৃতির সমস্ত নিস্তবদ্ধতা নিয়ে সে
যে শতযুগ ধরে দাড়িয়ে আছে ।
দেখ, দেখ তার দিকে চেয়ে
তার মনে এততুকু ক্ষোভ নেই ।
দেখ কি সুন্দর্ময় নীল তার বর্ণ
কোথাও এতোটুকু মেঘের ছায়া নেই ।
বছরের পর বছর যুগের পর যুগ,
উঁকি মেরে আছে একটি চাঁদ ।
যেন বিশাল প্রান্তরের মধ্যে,
একটি ফুটন্ত গোলাপের মত ।
তার পাশেই রয়েছে বন্ধুর মত একটি তারা
দেখ চেয়ে তাদের কি নিবিড় সম্পর্ক ।
এ যেন ফুটন্ত গোলাপের পাশে একটি মাত্র কলি ।