মা,মাগো কেন কাদছ তুমি?
আর কতো ফেলবে চোখের জল ।
তুমি কি চাও?
তোমার চোখের জলে ধুয়ে যাক,
শহীদ সন্তানের রক্তের দাগ ।
পৃথিবীর বুকে তোমার সন্তান,
বেচে নেই আজ ।
তাই বলে কি ভুলে গেছি আমরা,
সেই দিনের কথা ।
যেদিন আমার বাংলা মাকে বাঁচাতে
বাংলার সন্তান করেছে জীবন দান ।
ওঠ মা কেঁদো না,দেখো
চেয়ে দেখো চারদিকে,
কত মায়ের আদরের ধন পরে রয়েছে ।
একের ওপরে একে ।।
দেখো কেমন পরম শান্তিতে,
ঘুমাচ্ছে তোমাকে ছেঁড়ে
আর কিছুক্ষণ পর বাংলার বুকে,
শুরু হবে নতুন দিন ।
ডাকো মা ডাকো
জাগিয়ে তোল তোমার বীর সন্তানদের,
যুদ্ধে নামাও তাদের ।
মুছে ফেল চোখের পানি
হারতে দিও না তাদের ।
ছিনিয়ে যেন নিতে না পারে,
আমার বাংলা মাকে ।
সবার সামনে মাথা উচু করে,
করাও সন্তানকে এই পণ
বাংলা মাকে মুক্ত করতে
দেব মোদের জীবন ।।