বিদায়ী শিক্ষক তথা আমার শিক্ষাগুরু শ্রদ্ধেয় অনুপম স্যারের উদ্দেশ্যে,,
নব্বই এর দশকে এই বিদ্যালয়ে
এসেছিলেন এক তরুণ শিক্ষক,
অগণিত শিক্ষার্থীদের জীবনে
তিনি একজন পথ প্রদর্শক।
পেয়েছিলাম উনার সান্নিধ্য
এই বিদ্যালয়ের আঙ্গিনায়,
কেটে গেছে তিন দশকের অধিক
কিন্তু স্যার ছিলেন স্বমহিমায়।
উনার জ্ঞানের পরিধি ছিল অসীম
পড়াতেন আমাদের গণিত ও বিজ্ঞান,
কর্মদক্ষতা এবং আন্তরিকতায়
স্যার ছিলেন এক কথায় অসাধারণ।
শুধু পাঠদান করেই থেমে থাকেননি
সামলেছেন বিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব,
শিক্ষার্থীদের প্রতি ছিলেন স্নেহশীল ও আন্তরিক
বিদ্যালয়ের উন্নয়নে রয়েছে অনেক কৃতিত্ব।
জীবনের একটি বড় সময়
কাটিয়ে গেছেন এই মহান শিক্ষালয়ে,
পদোন্নতি পেয়ে চলে যাবেন
কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে।
আপনার ভবিষ্যৎ কর্ম জীবন হোক
সুন্দর, সফল ও সমৃদ্ধিময়,
জীবনের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি দিন
হয়ে উঠুক আনন্দময়।।
অমিতাভ চক্রবর্তী,
২৬/০৪/২০২৫ ইং।।