চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি
কোনো এক গোধূলি বেলায়,
সেজেছে আজ বর্ষারানী
শ্রাবণ মেঘের আঙিনায়।
শ্রাবণ মেঘ জমেছে আজ
নীল দিগন্তের পানে,
গোধূলির রং বিচ্ছুরিত হয়
সোনালী আভার সংমিশ্রনে।
পাখি সব উড়ে চলে
দিনের শেষে নীড়ের ঠিকানায়,
সহস্র কথামালা হারিয়ে যায়
রাত নামার অপেক্ষায়।।
১৪/০৭/২০২৫ ইং।