গ্রীষ্মের দ্রাঘিমায় তাপের ঊর্ধ্বগতি
মেঘের আবরন হয়ে যায় বিলীন,
প্রভাতী রবির কিরণ আভাস দেয়
কেমন যাবে আজ এই গ্রীষ্মের দিন।
গ্রীষ্মের প্রকৃতিতে ফুলের রূপমাধুরী
ফুল ফলের বাগানে ভ্রমরের গুঞ্জন,
বাড়ির কোনে ফুটেছে সুগন্ধি স্বর্ণ চাঁপা
রক্তিম কৃষ্ণচূড়ায় সবুজ পাতার আলিঙ্গন।
জ্যৈষ্ঠের দ্বি প্রহরে খরতাপ সীমানা ছাড়িয়ে
তৃষ্ণার্ত অন্তরে যেন বৃষ্টিই মেটাবে পিপাসা,
একদিন কালো মেঘে ছেয়ে যাবে আকাশ
সেদিন নামবে অঝোর বৃষ্টি, আসবে বর্ষা।।
----------------
৩০/০৫/২০২৩ ইং