চৈত্রের চাঁদি ফাটা রোদে
  কোনো এক ক্লান্ত দুপুরে,
গ্রীষ্মের চিঠি আসে
     শূন্য গগনের ডাকঘরে।

   চৈতালি চাঁদনী রাতে
ধুলো উড়ে দখিনা বাতায়নে,
বসেছিলাম জানালার পাশে
    সুদীর্ঘ রাতের সন্ধানে।
  
শেষ চিঠি খানা উড়ে চলে
দূর দিগন্তের সীমা রেখায়,
আকাশের তলে মেঘ জমে
    শেষ চৈত্রের বাহানায়।।

অমিতাভ চক্রবর্তী,
৩১/০৩/২০২৫ ইং।