প্রত্যাশার অভিব্যক্তিতে সময় কেটে যায়
   অন্তহীন জীবন পথে চলতে গিয়ে,
যোগ বিয়োগের জটিল অংকের আবর্তে
   চলে যেতে হয় অচেনা পথ মাড়িয়ে।

বাধা বিঘ্ন পূর্ণ জীবন পথের অসীম ব্যাপ্তি
       ব্যর্থতাই যে সাফল্যের সোপান।
কখনো হেঁটে যেতে হয় কণ্টকাকীর্ণ পথে
তবেই ধ্বনিত হয় সাফল্যের জয়গান।।

       ১৮/০৫/২০২৪ ইং