খানিকটা বিশ্রাম নিয়েছিলাম
কোনো এক তৃষ্ণার্ত মধ্যাহ্নে,
বিমুগ্ধ নয়নে তাকিয়ে ছিলাম
কৃষ্ণচূড়ার বর্ণিল সৌন্দর্যে।
  
  তপ্ত গ্রীষ্মে কৃষ্ণচূড়ার পাপড়ি
    ডানা মেলে পথ প্রান্তরে,
     রক্তিম সাজে কৃষ্ণচূড়া
   মুগ্ধতা ছড়ায় গ্রাম শহরে।
  
  কৃষ্ণচূড়ার রঙিন জৌলুস
গ্রীষ্মের উত্তাপ গায়ে মেখে,
  লাল সবুজের লুকোচুরি
  সৌন্দর্যের বলয় এঁকে।
  
   ক্লান্ত পথিক দূরের বৃক্ষ তলে
   জিরিয়ে নেওয়ার আশায়,
   খুঁজে নয়নাভিরাম কৃষ্ণচূড়া
   একরাশ প্রশান্তির ছোঁয়ায়।।