নিস্তব্ধ প্লাটফর্মে বসে আছি আমি
বেলা শেষে গোধূলির শেষ প্রহরে,
আবছা আলোয় নিষ্প্রভ পথের নিশানা
পথ ঘেষে বসে আছি নীল চাঁদোয়ার নিচে,
জোনাকির আলো জ্বলে রাতের আঁধারে।
জানিনা কখন বাজবে শেষ ট্রেনের হুইসেল
একাকী বসে আছি গভীর মৌনতায়,
চুপিসারে উড়ে যায় একটি পাখি
আকাশের তলে মেঘ জমে,
ঘুম আসে নিঝুম রাতের নির্জনতায়।
প্রতীক্ষায় কেটে যায় রাতের অনেক প্রহর
ঘুম ভেঙে যায় আধো রাতে,
চমকে উঠি স্বপ্নের ঘোরে
আমি যে ভেসেছি কল্পনার জগতে।।
অমিতাভ চক্রবর্তী,
১৫/১২/২০২৪ ইং