পৌষের ছোঁয়ায় শীত জমেছে কুয়াশার চাদরে,
মিঠে রোদের আমেজ পৌষালী দুপুরে।
নবান্নের ঘ্রাণে আজ শীতের সংমিশ্রণ,
হিমেল উত্তুরে হাওয়ায় শীতের অনুরণন।
শেষ বিকেলে হেঁটে চলি মেঠো পথে ধরে,
সূর্য রশ্মি ঢেকে যায় কুয়াশার মোড়কে।
সোনালী ধানের প্রান্তরে হিমের পরশ,
পৌষের আগমনে শীতের মায়াবী আবেশ।।
অমিতাভ চক্রবর্তী,
১১/১২/২০২৪ ইং