রবির আলোয় উদ্ভাসিত
            পঁচিশে বৈশাখ,
আবার এসেছে আজ
          চির নতুনের ডাক।

প্রণমি তোমায় গুরুদেব
              প্রণাম শতবার,
তুমি চির ভাস্কর
          তুমি হৃদয়ে সবার।

তোমার সৃষ্টি সম্ভার
               বৈচিত্রে মহান,
খ্যাতির সর্বোচ্চ শিখরে
             তুমি চির অম্লান।

সাহিত্যের মধ্যগগনে
        উজ্জ্বল জ্যোতিষ্ক তুমি,
তোমার আবির্ভাবে ধন্য
            এই বাংলার ভূমি।।

অমিতাভ চক্রবর্তী,
২৫ শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ।