জীবনের প্রয়োজনে জীবন সমার্থক,
কল্পনার আঁধার নেমে আসে অনর্থক।
দিনের সারমর্ম লুকিয়ে থাকে অবসরে,
প্রয়োজনে খুঁজে পাওয়া স্মৃতির বালুচরে।

পথের গোলকধাঁধায় জড়ানো বাহ্যিক যৌবন,
দূরের দৃশ্যমান শৈলচূড়া সততই আবেগ প্রবণ।
অন্তঃকরণে সঞ্চিত সময়ের অজস্র কথা,
ভেবে নেই যে সেদিনের গল্প ছিল বৃথা।

একান্ত উদ্যমে রচিত হয় সাফল্যের কাহিনী,
সেই জন্যই থাকা চাই জীবনের কাছে ঋণী।
ব্যর্থতার  উদাহরণ ভুলে যাওয়াই শ্রেয়,
জীবনালোকের উদ্ভাসনে সেই চিহ্নই পাথেয়।।