গ্রীষ্মের দিনলিপি বন্দি উষ্ণতার আধারে
মধ্যাহ্নে সূর্যরশ্মির প্রখরতা সীমানা ছাড়িয়ে,
গ্রীষ্মের খরতাপে অনাবৃষ্টি আজ সমার্থক
বৈশাখী মেঘের বিস্তার তপ্ত দিনে যায় হারিয়ে।

দিনের  গভীরতা মাপা যথেষ্ট কষ্টসাধ্য
    প্রশমিত হয়ে আছে বাস্তব উদাহরণ,
জীবনের অণু-পরমাণু প্রতিনিয়ত বিভাজিত
   নিকট ভবিষ্যতে হবে কি তার উত্তরণ?

বিশ্ব উষ্ণায়নে কন্টকবিদ্ধ আজ এই ধরণী
        তাই  "গাছ লাগান, প্রাণ বাঁচান",
আমরাই পারি বাঁচাতে এই সুন্দর প্রকৃতিকে
   তবেই রচিত হবে নৈসর্গিক জয়গান।।

   ১৫/০৫/২০২৪ ইং