আজও বেঁচে আছে স্মৃতির শৈশব,
কল্পনার দৃশ্য পটে আছে এক অনুভব।
অনুভূতির কোমল ডানায় ভর করে,
দিন হারিয়ে যায় রাতের আঁধারে।
সে তো এক সময়ের সলিল স্রোত,
ভাবনায় নিয়ে আসে হারানো অতীত।
কাব্যিক ছন্দে সেই দিনের নিমজ্জন,
ছবি আঁকার তুলিতে প্রাণের স্পন্দন।
পড়ন্ত বেলায় দিনের অঙ্কিত জলছবি,
সান্ধ্য প্রদীপ জ্বেলে খুঁজে নেওয়া দিনলিপি।
জীবনের গতি পথ শুধুই চলমানতায় পরিপূর্ণ,
কিন্তু সেই বৃত্তের পরিধি অনেকটাই সংকীর্ণ।।


               ...............
              ০২/০৪/২০২৩ ইং