এ বেদনা যেন অন্তরাহীন গান,
জমেছে কলসে মনগড়া ধাতুরূপে
সিঁথিময় কোনো সিঁদুররেখার স্তূপে
অমৃতকণা।
সে নদী ছোঁয় আনমনা কোনো বায়ু,
বালুরাশি যার শাল্মলীগাছে ঘেরা
সন্ধ্যার মুখে ঠিক যেন ঘরে ফেরা
পতঙ্গদল।
যদি কোনোদিন নির্জন ধমনীতে
আঁকাবাঁকা স্বরে দূর ক্রন্দন ভাসে
শিশিরগন্ধা অবনত নিশ্বাসে
বেদনাবিধুর-
এই প্রান্তরে তারই এক ইঙ্গিতে
চন্দনকাঠে রেখে যাও তব প্রেম
যে প্রেম দহনে হল নিকষিত হেম
মরীচিকাসম।
তুমি তো শুনেছ জলের আর্তনাদ,
যেখানে বিফল বাসনারা সঞ্চিত
বিষের পাত্রে যেন অবগুণ্ঠিত
নীলকান্তমণি।
দেখেছ তুমিও আমার হিসেবখাতা-
আমি কি পরাগে সোনার মাছির মতো
যে জাগে বুকে নিয়ে সুরভিত ক্ষত
আলোবিতাড়িত?