আমলকীবনের রূপকথা আজ কত মেঘে মেঘে বন্দি,
মোড়ক খোলা হয়নি এখনো কত লাল মোড়ামের পথে-
কপোতের মতো দুপুরের রোদ মিলে গেল ধীর অতলের ধারে,
বিন্দু বিন্দু শিশিরের ছায়া দীঘল পাতায় ছড়িয়ে ছিটিয়ে।
প্লাবনের মতো প্রেমের দীর্ঘ আলাপচারিতা শেষ হলে পরে,
গাভীর চোখের জ্যোৎস্নার মতো ধুলোচাটা চাঁদ আছড়ে পড়ে,
কোপাই যদিও অনিমিখে দেখে-বাতাস কিন্তু উজালায় ভারী।
সলতে নেভানো সন্ধ্যা-ছোপানো বেলোয়ারি ওই মসলিনি শাড়ি,
ফাগুনের মতো সংগীতসুরা খুলে দেয় ওই বুকের বোতাম।
ভুবনডাঙায় দেখা হয়েছিল শ্রাবণনিকানো ঘাসের ডগায়,
তারার দীর্ঘ এলোকেশ জুড়ে ছড়িয়ে দিতাম গোলাপের তোড়া।
ভিড় ঠেলে এসে থামবেই ঠিক পলাশের এই রোদেলা প্রহরে,
হালভাঙা ঠোঁট জানি ডুবে যাবে ঠোঁটের রাতুল উপকূলে।