তেমনি তোমার কৃষ্ণকলার চাঁদ-
মহুয়ার বনে ফেলে আসা ভিজে খামে,
গালা দিয়ে কত মন দেয়ানেয়া আটক,
হিসেবশাস্ত্র গুণেছে প্রহরগুলো?
আফিমের ঘোরে জ্বোরো নীল হয় তৃণ,
শিরাকাটা হাতে সময়ের আঁকিবুকি-
রাত্রির হ্রদে ডুবে মরে গেছ তুমি,
বৃষ্টি এখনো নামেনি পাতার ভাঁজে।
প্রাচীরে টাঙানো অজানা চিত্রলিপি,
প্রদীপের ধূমে মুখাবয়বও তো লীন-
রবাবের তারে চুরি করা মন বাসি,
সোপানের স্রোতে ফিরতে কি তুমি চাও?
হারানো সুরের চিকারির ধুন জানি,
কৃংতন জানে আমার গোপন স্নান,
শালিমারবাগে অতীতের কোনো রাতে
হেঁটেছিলে,হাতে নীল ডুমুরের কুঁড়ি?
ফেলে আসা সেতু বেয়ে বেয়ে ওঠে ধুলো,
নাবিকের কাচ দৃশ্যমানতাহীন,
অকুল বাতাসে উড়ন্ত কোন আঁচল,
ঢেকে দেয় চোখ,ফসলিয়া বিপ্লবে।
আজ কতদূরে হারিয়ে গিয়েছে তারা,
রামধনু ঘাসে আলোকপাপড়ি ছেঁড়া-
নিভে আসা রোদে কখনো ফিরবে যদি,
চিনতে পারবে লাল মোরামের ঘর?