তুমি কি চিনেছ আমাদের রাজধানী
যেখানে সারস ফিরে আসে কালো ভিটে?
আমিও করেছি হৃদয়ের রাহাজানি
গোলাপে জড়িয়ে মৃত্যুর কালো ফিতে।
ঋতুরা যেখানে ঘুমিয়েছে ঝাউগাছ
আঁচল ভরেছে মাঝবিকেলের খই,
শিশিতে জোনাকি,ভরা থাকে তার দেরাজ,
ঝলোমলো স্নানে মুখ লুকাবো কই?
এ নগরী ঘেরা আমার বিহঙ্গমায়
যারা বাসা বাঁধে খোলা পিঙ্গল খামে,
অঙ্গীকারের আধুনিক তর্জমায়
তোমার ট্রেন কি আমার স্টেশনে থামে?