কোনোদিন যদি খুঁজে পাও আমায়
হরীতকী বনের ভিতর ঘুমিয়ে আছি ছায়ার আদরে,
কাঁধে আলতো করে হাত রেখো।জাগিয়ো না আমায়।


উল্কার আসমানি ধারাপাত শেষ হলে পরে
পৃথিবীর রোদগুলোকে যখন কুরে কুরে খাবে সময়কীট,
তখন খুঁজতে বেরোবো নীল প্রজাপতির ডানার ঝাপট।
কালের কৃষ্ণগহ্বরে ধীরে ধীরে গুঁজেছে মাথা অতীতের চেতনা,
বিষাদের অনন্ত মরুভূমি কেমন পারদের মতো চিকচিক করছে,দেখো!
তুমি আর আমি পিঠে পিঠ রেখে ভিজব স্নিগ্ধ আগুনতাপে,
পুরিয়ার ক্লান্ত কালিতে কি লিখব দূর্বাঘাসের ধারাপাত?
রাতের আলেয়াবনে খুঁজে ফিরো মৌটুসির ডাক।


কাছিমের পিঠে সওয়ার পৃথিবীর সব ইচ্ছেগাছগুলো-
একদিন সব তারা নিভে যাবে জানি-সব আলো।