রাঙবে যদি সঙ্গোপনে মুকুর তবে বিভাবরী?
নাবাল স্মৃতি অন্ধকূপে বাঁধছে যে চুল- বেলোয়ারি।
বাহার যদি নিমরাজি হয়,বেহাগ নাহয় সাজাক কানন-
কপোলঘেরা শরমছবি,ফিরছে ঠোঁটের অনুরণন।
বনতমসায় মগ্ন কেয়া খুঁজছে শ্বাসের সঞ্চারী,
গ্রীবায় অধরদাগ রেখে যায় এই শ্রাবণের শর্বরী।