জামদানী সুখ নাই বা থাকুক,
নাই বা কানে ঝুমকো দুল,
রঙচটা জিন্স,আনমনা কেশ-
নাই বা ফুটে খোঁপায় ফুল।
ডোকরা হারে ফুটছে না তো
সুবাসময় অঙ্গশোভা?
চন্দনে হাত ডুবিয়ো না আর
চন্দ্রমুখী চন্দ্রপ্রভা!
রোদচশমায় নাই দেখা যাক
চোখের ঝিলিক,রোদমেজাজী,
যে ঠোঁটে নেই আলপনা রঙ
সে দুঠোঁট কি চুমু-এ রাজি?
যেমন আছো,তেমনি এসো
আর কোরো না সাজ-
বৃষ্টি আসায় ভিজছে সাঁকো,
সুরের মেরুন ভাঁজ।
দমকা কোনো বায়ুর বশে
আসমানি স্টোল বেলোয়ারি-
সামলে আঁচল শুনতে এসো,
শোভা গুর্তু ধরেন রাগ পাহাড়ী।
মুক্তো ছড়াও চুল ঝাঁকিয়ে
কোল গড়িয়ে হিজলবনে,
ঘন অঞ্চলেতে আলতাফড়িং-
কলস ডোবাও সুরপ্লাবনে।
রঙিন শাড়ি,গুলাব আঁচল
নাই বা করুক আমায় বরণ,
ছায়ার হিজাব ঢাকছে নয়ন-
মুখের ঢাকা করো হরণ।
ওই তাৎক্ষণিকের দৃষ্টিপরশ
বিদ্ধ করে বারে বারে-
শোভাও ধরেন সাঁঝবেলাতে-
"মোরে মারে নজরিয়া
সাঁওয়ারিয়া রে।"