(এই লেখাটি কবি বিনয় মজুমদারের "ফিরে এসো চাকা" শীর্ষক কবিতার দ্বারা অনুপ্রাণিত।এই কবিতার কিছু লাইন আমি আমার রচনায় ব্যবহার করেছি।)


উড়ে গেছ পারাবত লোহার এই সেতুখানি পেরিয়ে।
হিমাদ্রীকিরীটের ঔজ্জ্বল্য যেমন ধুইয়ে দিচ্ছে এ চোখ,
যেমন ঊষর অবকাশ ভিজে গেছে শ্রাবণনীলাঞ্জনে-
তেমন করেই যাও উড়ে,ধূসর এই নদীতে ছায়া ফেলে।
দূর থেকে দেখেছি,আকন্দফুলের দলে ঘুমায় মৌমাছি।
তারা ঝলমলে কুঠুরিতে আমি বেদনাসঞ্জাত চিত্রহার
গেঁথেছি।দুহাত ডুবে গেছে আঁচলে,আলিঙ্গনে-
ভিজেছে তরুবর অচেনা বৃষ্টিতে,তুমিও ভিজেছ কি?
আমার আশ্চর্য ফুল,নিঃশেষিত তার রূপরসগন্ধ-
তবু শ্বাস ফেলে যাও আমার নীলমণিলতাঝাড় জুড়ে।
বিশুদ্ধ দেশে গান হও,প্রেম হও,অবয়বহীন সুরে-
উড়ে যাও পারাবত,আলোছায়ানগরীতে,কবিতার গান্ধারে।