বড়ই অদ্ভুত এই পৃথিবী,
ব্রাহ্মণ হও বা ক্ষত্রিয়।
না পারলে করতে কাজ,
তুমি সবার কাছে অপ্রিয়।


বড়ই অদ্ভুত এই পৃথিবী,
হও না যতই সহপাঠী।
সাফল্য-ব্যর্থতা মাপতে,
অর্থ এখনো মাপকাঠি।


বড়ই অদ্ভুত এই পৃথিবী,
পশু বললে ভাবে গালি।
তবে সে বাসবে ভালো,
যদি তাকে বাঘ বলি।


বড়ই অদ্ভুত এই পৃথিবী,
নেই এমন লোকের অভাব।
সব ব্যাপারে কিছু না কিছু,
খুঁত ধরা যাদের স্বভাব।


বড়ই অদ্ভুত এই পৃথিবী,
কিছু লোক ই করে কাজ।
বাকিরা তো ছদ্মবেশী,
বুঝবে না তুমি দেখে সাজ।