চামচা গিরি যেন সিঁড়ি,
ওপরে ওঠার পথ।

অনেকেই ভাবে এটা,
নয় যারা সৎ।


ভালো মন্দ দেখে না,  
দেখে নিজের লাভ।


এই ধরণের মানুষ দের,
এটাই স্বভাব।


পারে না দিতে মতামত,
করে দালালি।


যদি বলো বলতে কিছু,
বলবে শেখানো বুলি।


নিজেদের নেই যোগ্যতা,
চামচা গিরি তাই করে।


কিছু যদি পাওয়া যায়,
ক্ষমতাবান দের ধরে।


ক্ষমতা তো হয় ক্ষণস্থায়ী,  
যাবে একদিন চলে।


বোঝে না এসব করে ওরা,
পরবে একদিন জলে।