দাদু বলে যদি হতাম,
আজ আমি যুবক।
মিটিয়ে নিতাম অপূর্ণ,
আমার সব শখ।


অনুমতি দিয়েছে যখন,
আজকের আইন।
বিয়ে না করে আমিও,
করতাম লিভ ইন।


সন্ধ্যায় পার্টিতে যেতাম,
ফিরতাম রাতে।
দেশ-বিদেশ ঘুরতাম,
গার্লফ্রেন্ডের সাথে।


ঘুরতে যেতাম কাশ্মীর,
ব্যাংকক ও গোয়া।
মেটাতাম এই জীবনের,
সব চাওয়া পাওয়া।


নাতি বলে যদি হতাম,
তোমার বয়সী।
টাকা পয়সা থাকতো,
আমার রাশি রাশি।


ভিড় হলেও সিট পেতাম,
সব বাসের ট্রেনের।
সুদ ও তখন বেশি পেতাম,
সিনিয়র সিটিজেনের।


পেনশন ও পেতাম আমি,
থাকতাম না বেকার।
থাকতো না এই জীবনে,
এতটা হাহাকার।


খুশি নয় তাই কোনো মানুষ,
এই দুনিয়ায়।
নিজেকে বাদলে অন্যের মত,
হতে সবাই চায়।