দাসত্বের অভ্যাস কখনো,
যায়না একদিনে।


রয়ে গেছি তাই আজও,
এক অদৃশ্য বাঁধনে।


পেয়েছি হয়তো স্বাধীনতা,
হইনি তবু স্বাধীন।


আজও তাই গোলামী করি,
আমরা কারো অধীন।


চেষ্টা থাকে একটাই সবার,
বস কে খুশি করা।


তার পর যদি থাকে সময়,
ওই একটু মস্করা।


বলতে কিন্তু পারিনা কখনো,
করছেন এটা ভুল।


প্রতিবাদ করা নয় যে সোজা,
গুনতে হয় মাসুল।


যতই বলো ঝামেলা এড়িয়ে,
আমরা চেষ্টা করি চলার।


চুপ চাপ থেকে অধিকার দিই,
বরং জীবন নিয়ে খেলার।