অন্যায় করেও কিছু মানুষ,
সাজতে চায় ভালো।


বোঝে না সে তা করতে গিয়ে,
জীবনে কি হারালো।


অন্যদের কে ভুল বোঝাতে,
সে যুক্তি দেয় হাজার।


আসলে সে করেছে যে কাজ,
সেটা তো লজ্জার।


যে মানুষ টা সবার কাছে তাকে,
দিয়েছিলো সম্মান।


দোষারোপ করে উল্টে তাকেই,
সে করে অপমান।


বুদ্ধি যদি তার থাকতো সে কি,
করতো এই কাজ?


প্রায়শ্চিত্ত তবু করবে না সে,
যতই উঠুক আওয়াজ।


দোষ আর গুন তো সবার থাকে,
এখন মানুষ মাত্র।


শুধু নিজের স্বার্থের জন্য কাউকে,
করো না হাসির পাত্র।