কোনো ধর্ম বলে না কখনো,
করতে মানুষ খুন।


ক্ষমতার বলে বলিয়ান হয়ে,
ঘরে দিতে আগুন।


কোনো ধর্ম বলে না কখনো,
থাকবে শুধু তারা।


অন্য ধর্মের মানুষদের তুমি,
করো ঘর ছাড়া।


কোনো ধর্ম বলে না কখনো,
করতে অত্যাচার।


ভয় দেখিয়ে কেড়ে নিতে,
মৌলিক অধিকার।


কোনো ধর্ম বলে না কখনো,
করতে ভেদাভেদ।


পড়ে দেখো কোরান বাইবেল,
অথবা তুমি বেদ।

কোনো ধর্ম বলে না কখনো,
ভাঙতে ধর্মস্থান।


বরং শেখায় ভালোবাসতে,
আর করতে সম্মান।