মদের নেশা হলো সর্বনাশা,
বোঝে না মানুষ সেটা।


পারে না তাই ছাড়তে একে,
খেলেও ঝাঁটাপেটা।


মদের নেশা হলো সর্বনাশা,
সম্পর্কে ভাঙ্গন ধরায়।


বোঝালেও চায় না বুঝতে,
উল্টে তর্কে জড়ায়।


মদের নেশা হলো সর্বনাশা,
ধরায় রোগ ব্যাধি।


মান সম্মান ধুলোয় মিশিয়ে,
পায় মাতাল উপাধি।


মদের নেশা হলো সর্বনাশা,
সংসারে অশান্তি আনে।


ক্ষণিকের সুখ পেতে গিয়ে,
যেতে হয় তাকে প্রাণে।


মদের নেশা তাই সর্বনাশা,
এটা বুঝবে তুমি কবে?


নিঃস্ব হয়ে ওই হাসপাতালে,
তুমি ভর্তি হবে যবে?